‘বিরল স্থলবন্দর দিয়ে ভারত ও নেপালের সঙ্গে বাণিজ্য সম্প্রসারিত হবে’
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৪
দেশে চালু হতে যাচ্ছে আরও একটি স্থলবন্দর। দিনাজপুরের বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের পাকুড়া মৌজায় এ স্থলবন্দরের অবস্থান। এই স্থলবন্দর বাংলাদেশের একমাত্র স্থলবন্দর, যা ব্যবহার করে একই সঙ্গে রেল ও সড়কপথে বাংলাদেশের সঙ্গে ভারত ও নেপালে পণ্য আমদানি-রফতানি করা যাবে। বন্দরের বাংলাদেশ অংশে রয়েছে দিনাজপুরের বিরল উপজেলা ও ভারত অংশে রয়েছে উত্তর দিনাজপুরের রাধিকাপুর। আর বন্দরটি নেপালের সঙ্গে সংযুক্ত হবে নেপালের ব্যবসায়িক এলাকা বীরগঞ্জের সঙ্গে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অল্প দিনের মধ্যেই বন্দরটি চালু হবে। সে লক্ষ্যে দ্রুত অবকাঠামো নির্মাণের কাজ চলছে। এ নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে উচ্চ পর্যায়ে আলোচনাও চলছে।