ভাড়া দিতে না পারায় বিদ্যালয়ের আসবাবপত্র রাস্তায় ফেলে দিলেন বাড়ির মালিক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০, ০৭:২০
মহামারি করোনার প্রভাবে বন্ধ হলো রাজধানীর আরো একটি স্কুল। শুক্রবার সন্ধ্যায় বেকেয়া ভাড়া দিতে না পারায় মোহাম্মদপুরের মেধাকুঞ্জ মডেল স্কুলের আসবাবপত্র নামিয়ে দিয়ে তালা দিয়েছেন নরওয়ে প্রবাসী ভবন মালিক। বলেছেন, মহামারির আগে থেকেই মোট ১৬ মাস ভাড়া বকেয়া থাকায় না পারতেই ব্যবস্থা নিয়েছেন তারা। এদিকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের মুখেও ছিলো অসহায়ত্বের ছাপ। প্রিয় প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় সরকারের হস্তক্ষেপ চাইলেন তিনি।
১৬/১৪ তাজমহল রোড মোহাম্মদপুর। করোনা মহামারির আগেও এই সড়কটি কোমলমতি শিশুদের পদচারাণায় মুখরিত ছিলো। কয়েকমাস না যেতেই করোনার থাবা এখানে স্পষ্ট। রাস্তায় পড়ে থাকা বিদ্যালয়টির আসবাবপত্রই প্রমাণ দিচ্ছে তার।