অপারেশন দুরাচারী: যোগী নির্দেশে উত্তরপ্রদেশ পুলিশ নয়া অভিযানে

এইসময় (ভারত) প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০, ০৬:৫২

আইন আইনের পথেই চলবে। কিন্তু, মেয়েদের যৌন নির্যাতন করে, অভিযুক্ত যাতে রাস্তায় বুকে ফুলিয়ে আর বেরোতে না পারে, সে ব্যবস্থাই পাকা করছে যোগী আদিত্যনাথের সরকার। উত্তরপ্রদেশ জুড়ে চলবে বিশেষ অভিযান। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে পুলিশ প্রস্তুত অভিযানে। যার নাম দেওয়া হয়েছে 'অপারেশন দুরাচারী।' পুলিশের এই অভিযান দু-একদিনের জন্য নয়, সারা বছর ধরেই চলবে।

দেশের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে রেলযাত্রীদের সতর্ক করতে রেলপুলিশ পকেটমার, মোবাইল চোর, ছিনতাইবাজদের ছবি-নাম সহ পোস্টার সাঁটে। 'অপারেশন দুরাচারী'র কর্মকাণ্ড হবে অনেকটা সেই ঢঙেই। রাজ্যের জনপ্রিয় রাস্তাগুলির ক্রসিঙে যৌন হেনস্থাকারীদের বড় বড় পোস্টার লাগাবে পুলিশ। যাতে দূর থেকেও অভিযুক্তকে চিনে রাখা যায়। শুধু ধর্ষণ বা যৌন হেনস্থা নয়। মেয়েদের বিরুদ্ধে যে কোনও অপরাধ করলে, অভিযুক্তের পোস্টার সাঁটা হবে। অ্যাসিড নিক্ষেপ হোক বা ইভটিজিং, বধূ নির্যাতন থেকে বধূ খুন-- কোনও কিছুতেই অভিযুক্তকে রেয়াত করা হবে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us