নীলফামারীতে কাঁচা মরিচ, আদা, রসুন, পেঁয়াজ ও শুকনো মরিচের দামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সবজির দাম। এসব পণ্যের লাগামহীন দামে দিশেহারা ক্রেতারা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জেলা শহরের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ১১০ টাকা আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪৫ টাকা।
গত দুইদিন আগে (বুধবার) ওই কাঁচা মরিচ খুচরা বাজারে বিক্রি হয়েছিল ১৫০ থেকে ১৬০ টাকায়। আর আদা প্রকার ভেদে কেজি প্রতি ৬০ টাকা বেড়ে খুচরা বিক্রি হচ্ছে ১৬৫ টাকায়।