মা-বোনদের কথা ভেবে বিয়ে করেননি মনিরা, করেছেন কৃষিকাজও

সমকাল প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৩

মনিরা আকতার রিমারও সাধ ছিল অন্যান্য সহপাঠীদের মতো লেখাপড়া চালিয়ে যাওয়ার। ভালোভাবে জীবন গড়ে দেশও মানুষের সেবা করার। কিন্তু বিধিরবাম, অকালেই ভেঙে গেল তার সেই স্বপ্ন। হঠাৎ বাবা অসুস্থ হয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন, সংসারে নেমে আসে অভাবের খড়গ। পুত্রসন্তান না থাকায় বড় মেয়ে হিসেবে ৫ জনের সংসারের দায়িত্ব পরে তার কাঁধে।

বাবার উপার্জন বন্ধ হওয়ায় অভাব অনটনের সংসারে দুবেলা দু’মুঠো ভাতও জোটে না তাদের। সেই অবস্থায় সততা, ইচ্ছাশক্তি, বিশ্বাস আর শ্রম দিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেন মনিরা। সমাজে একজন পুরুষ যেমন পরিশ্রম দিয়ে নিজের জীবনেরচিত্র বদলাতে পারে, তেমনি পারে একজন নারীও। এমন প্রতিজ্ঞায় দারিদ্রতার কাছে হার মানেননি মনিরা। সংসারে স্বচ্ছলতা ফেরাতে তিনি কৃষিকাজ থেকে শুরু করে সবকিছুতেই পারদর্শী হয়ে ওঠেন। এরইমধ্যে মনিরা বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) জয়পুরহাট থেকে ৬ মাসের ফার্মাসি কোর্স শেষ করে গড়ে তোলেন ওষুধের দোকান। সেখানে ওষুধ বিক্রির পাশাপাশি অসহায় মানুষের প্রাথমিক চিকিৎসাও দিতেন বিনামূল্যে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us