সাধারণত শীতকালে এবং বর্ষার শেষে ফ্লুর প্রকোপ বেশি দেখা যায়। ফ্লুতে আক্রান্ত হলে বেশিরভাগ মানুষ দ্রুত সুস্থ হয়ে যায়। তবে অনেক ক্ষেত্রে সময় একটু বেশি লাগতে পারে।
ফ্লু ও কোভিড ১৯-এর উপসর্গ একই রকম হওয়ায় এ সময় মানুষের মধ্যে কিছুটা আতঙ্কও দেখা দিয়েছে।
ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু একটি ভাইরাসজনিত রোগ। করোনাভাইরাসের মতো এই রোগেও শ্বাসযন্ত্রে সংক্রমণ হয়ে থাকে এবং এর উপসর্গও সর্দিজ্বরের উপসর্গের মতোই।