দিনে দিনে ফুসফুস ও শ্বাসযন্ত্রের বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বাড়ছে। এ রকমই একটি রোগ হলো যক্ষ্মা। ফুসফুসের নিউমোনিয়াও একটি প্রাণঘাতী সমস্যা। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য। হাঁপানি, ব্রঙ্কাইটিসের রোগীও বাড়ছে। এ ছাড়া রয়েছে নানা ধরনের ফ্লুর প্রাদুর্ভাব। করোনাভাইরাসও শ্বাসতন্ত্রেই সংক্রমণ ঘটায়। এই পরিস্থিতির মধ্যেই আজ ২৫ সেপ্টেম্বর পালিত হচ্ছে বিশ্ব ফুসফুস দিবস। এই দিবসের এবারের প্রতিপাদ্য হলো শ্বাসতন্তের যত সংক্রমণ।
ফুসফুসের বেশির ভাগ সংক্রমণ কাশি, হাঁচি, মুখ নিঃসৃত ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। তবে একটু সচেতন হলেই এসব সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়।