বেতন বাড়ল আশাকর্মীদের

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৫:৪১

করোনার মাঝে ৩৬ কোটি বাড়িতে গিয়ে সমীক্ষা চালানো আশাকর্মীদের বেতন এক হাজার টাকা করে বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পুজো কমিটিগুলির প্রতিনিধিদের নিয়ে বৈঠকে একই সঙ্গে সিভিক ভলান্টিয়ার এবং গ্রিন পুলিশ কর্মীদের বেতনও এক হাজার টাকা করে বাড়িয়ে দেওয়ার কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অবসরের পরে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মী এ বার তিন লক্ষ টাকা করে পাবেন। রাজ্যের ৮১ হাজার হকারকে চিহ্নিত করে প্রত্যেককে দু’হাজার টাকা করে দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তাঁর কথায়, ‘‘পুজোর সময়ে বাড়ির বাচ্চাদের যাতে একটা করে নতুন জামা কিনে দিতে পারেন, তার জন্যই এই ব্যবস্থা।’’ এ দিনই তিনি কয়েক জন পুরোহিতের হাতে মাসিক পেনশন, বাড়ি বানানোর টাকা ও শংসাপত্র তুলে দেন। দমকলের চারটি রোবট-সহ ১৮ কোটি টাকা দিয়ে কেনা যন্ত্রপাতির উদ্বোধন করেন। রাজ্যের দলিত এবং হিন্দি সাহিত্য অ্যাকাডেমিকে ৫ কোটি টাকা করে এবং ইসলামিয়া হাসপাতালকে পৌনে চার কোটি টাকা দেন মুখ্যমন্ত্রী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us