বগুড়ার শেরপুরে ধর্ষণের শিকার প্রতিবন্ধী শিশুকে চিকিৎসা নিতে বাধা দেওয়া এবং অভিযুক্তকে সহায়তায় জড়িত অভিযোগে স্থানীয় কমিউনিটি ক্লিনিকের হেলথ সার্ভিস প্রোভাইডার (সিএইচসিপি) হিসেবে কর্মরত সেই মনিরুজ্জামান ওরফে প্লাবনকে অবশেষে সাসপেন্ড করা হয়েছে। শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদের বৃহস্পতিবার সন্ধ্যায় ওই তথ্য নিশ্চিত করেছেন।
ডা. আব্দুল জানান, মনিরুজ্জামান প্লাবনের নিয়োগকারী প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদফতরের কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের (সিবিএইচসি) প্রধান কার্যালয়ের লাইন ডাইরেক্টর স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি বুধবার হাতে পাওয়া গেছে।
অন্যদিকে অভিযুক্ত মনিরুজ্জামান প্লাবন জানিয়েছেন, তাকে বৃহস্পতিবার সাসপেন্ডের চিঠি দেওয়া হয়েছে।