করোনায় আক্রান্ত হয়েছেন চিকিৎসকসহ ৭ হাজার ৯৯৫ স্বাস্থ্যকর্মী
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২০, ২১:২৪
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ৮১ জন চিকিৎসক মারা গেছেন, আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন সাত জন। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) এর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৯৫ জন।
বৃহস্পতিবার ( ২৪ সেপ্টেম্বর) বিএমএ’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত দুই হাজার ৭৮৫ জন চিকিৎসক, এক হাজার ৯৫৪ জন নার্স এবং তিন হাজার ২৫৬ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তাদের বেশিরভাগ সুস্থ হয়ে আবারও কাজে যোগদান করেছেন।