পৃথিবীর সঙ্গে যুক্ত হচ্ছে নতুন একটি ছোট্ট চাঁদ

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৭:০১

পৃথিবীর কক্ষপথে যুক্ত হচ্ছে নতুন ছোট্ট চাঁদ- শুনতে অবাক মনে হচ্ছে? এখন থেকে কি তাহলে আকাশে দুইটা চাঁদ দেখা যাবে? মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে এটা কোনো গ্রহাণু নয় বরং পুরানো রকেট বা মহাকাশযানের ফেলে আসা কোন অংশ হতে পারে।

আর পৃথিবীর কক্ষপথে প্রবেশের পর তা পৃথিবী থেকে ২৭ হাজার মাইল দূরে অবস্থান করবে। এর নাম দেয়া হয়েছে ২০২০ এসও। নাসার সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ এর পরিচালক ড পল কোডাস মনে করেন, এটি ১৯৬০ এর দশকে পাঠানো কোনো এক রকেটের অংশ।

সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে পল বলেন, আমার মনে হয় এটা ওই সময়কার কোনো একটি বুস্টার রকেট। এটা সূর্যের চারদিকে ঘুরছে অনেকটা পৃথিবীর মতো করেই, একই কক্ষপথে আবার একই গতিতে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us