নাম ‘রূপভান’। তবে এটি রূপকথার সেই অপরূপা নয়, এটি একটি আগাম জাতের শিম। ‘শিম সাগর’খ্যাত পাবনার আটঘরিয়া উপজেলায় চলতি মৌসুমে চাষ হয়েছে দুটি আগাম জাতের শিমের। তার একটি ‘রূপভান’, আরেকটি হলো ‘অটো’।
মাঠজুড়ে শিমের সবুজ লতা ভরে আছে বেগুনি ফুলে ফুলে। এর মাঝে মাঝে উঁকি দিচ্ছে হালকা লালচে শিম। চোখজুড়ানো দৃশ্য। লতা, ফুল ও শিমের এই মনোহর সৌন্দর্যের জন্যই এর রূপভান নামকরণ। আর অটো হচ্ছে দ্রুত বর্ধন ও উচ্চফলনশীল জাত।