সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার চামরদানী ইউনিয়নে ভিজিডির কার্ডধারী ২২৬ জন তিন মাস ধরে বরাদ্দকৃত চাল পাচ্ছেন না। অভিযোগ উঠেছে, ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের গাফিলতির কারণে এ চাল বিতরণ করা যাচ্ছে না। ফলে পরিবারের সদস্যদের নিয়ে তাঁরা চরম কষ্টের মধ্যে দিনযাপন করছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রত্যেক কার্ডধারীর বিপরীতে প্রতি মাসে সরকার থেকে ৩০ কেজি করে বরাদ্দ দেওয়া হয়। কার্ডধারীরা দুই বছর এই সুবিধা পাবেন। নিয়ম অনুযায়ী প্রতি মাসে বরাদ্দকৃত চাল স্থানীয় খাদ্যগুদাম থেকে উত্তোলন করে বিতরণ করার কথা।