করোনা ভ্যাকসিনের বড় ট্রায়াল শুরু করেছে জনসন অ্যান্ড জনসন
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২০, ১০:২৫
মডার্না বায়োটেক, ফাইজার-বায়োএনটেকের পর কোভিড-১৯ ভ্যাকসিনের বড় পরিসরে ট্রায়াল শুরু করেছে জনসন অ্যান্ড জনসন। প্রায় ৬০ হাজার স্বেচ্ছাসেবীকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির ভ্যাকসিন গ্রুপের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পল স্টোফেলস।
ভ্যাকসিনটি একবার প্রয়োগেই রোগ প্রতিরোধ শক্তি তৈরি হবে বলে দাবি করেছেন জনসন অ্যান্ড জনসনের বিজ্ঞানী পল। তিনি জানান, জনসন অ্যান্ড জনসনের বানানো ভ্যাকসিনের একটিমাত্র ডোজ দেওয়া হবে স্বেচ্ছাসেবকদের।