আল্লামা শফীর মৃত্যুতে শোক জানিয়ে যা বললেন মাওলানা সাদ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৮
চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তাবলিগ জামাতের কেন্দ্রীয় মুরবিব মাওলানা সাদ কান্ধলভি।
আল্লামা শফীর পরিবার ও হাটহাজারী মাদ্রাসায় প্রেরিত এক শোকবার্তায় দিল্লির নিজামুদ্দিন মার্কাজের আহলে মাশওয়ারার পক্ষ থেকে তিনি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
আল্লামা শফীর বড় ছেলে মাওলানা ইউসুফ বরাবর প্রেরিত ওই শোকবার্তায় বলা হয়, আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকাল আহলে ইলমদের কাতারে এক বিশাল শূন্যতা ও বেদনা সৃষ্টি করেছে। যোগ্য মনীষী ও উম্মতের রাহবার ওলামাদের সংকটের এমন নাজুক মুহুর্তে আল্লামা আহমদ শফীর চলে যাওয়া উম্মতে মুসলিমার অনেক বড় সমষ্টিগত ক্ষতি বলে আমি মনে করি।
মাওলানা সাদ বলেন, আল্লামা আহমদ শফী ইসলামের প্রচার-প্রসার, বিশেষ করে ইলমে হাদিসের খেদমতে পুরো জীবন ওয়াকফ করেছেন। একই সময়ে বাংলা ও উর্দু ভাষাতে বহুগ্রন্থ রচনা করেছেন। পাশাপাশি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।