মধ্যপাড়া পাথর খনিতে পাথর উত্তোলন শুরু

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:২০

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথর খনিতে স্বাস্থ্যবিধি মেনে তিন শিফটে পাথর উত্তোলন শুরু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া টেস্ট কনসোর্টিয়াম পুরোদমে এই পাথর উত্তোলন করেছে।

স্থানীয় সূত্র জানায়, খনি থেকে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করে খনির উৎপাদন ইতিহাসে নয়া রেকর্ড গড়েছে জার্মানিয়া টেস্ট কনসোর্টিয়াম। ফলে পাথর খনিটি লোকসান থেকে প্রথমবারের মতো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। জানা গেছে, মধ্যপাড়া পাথর খনির রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা এবং উৎপাদনের দায়িত্বে নিয়োজিত রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া টেস্ট কনসোর্টিয়াম। তারা চুক্তির পর মধ্যপাড়া পাথর খনি থেকে পাথর উত্তোলনের রেকর্ড গড়ায় গত অর্থবছরে মধ্যপাড়া পাথর খনি প্রথমবারের মতো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়। দেশের উন্নয়নে মধ্যপাড়া পাথর খনির পাথর ব্যবহারের কথা মাথায় রেখে উত্তোলনকে সবোর্চ্চ গুরুত্ব দিয়েছে এই ঠিকাদারি প্রতিষ্ঠান।

গত মাসের প্রথম সপ্তাহ থেকে প্রথম শিফট এবং পরে দ্বিতীয় শিফটে পাথর উৎপদান শুরু করে তারা। মাসে এক লাখ ২০ হাজার মেট্রিক টন পাথর উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়ে বুধবার থেকে তিন শিফটে উত্তোলন ও উন্নয়নকাজ শুরু হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us