কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নে দুই নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে। এ সময় দুজনকে আটক করা হয়েছে।
এর মধ্যে ইউনিয়নের ভারুয়াখালী গ্রাম থেকে শামসুন্নাহার (৮৩) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়। তাঁকে হত্যার অভিযোগে তাঁর ছেলে নাছির উদ্দিনকে আটক করা হয়েছে।
অপরদিকে, একই ইউনিয়নের পাহাড়িয়াখালী ছনখোলার জুম এলাকার গৃহবধূ সালমা বেগমের লাশ চমেক হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তাঁর স্বামী আলমগীরকে আটক করা হয়েছে।
বারবাকিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মুহাম্মদ ইউনুস জানান, নাছির উদ্দিন ও তাঁর ভাইদের মধ্যে বসতভিটার জায়গা নিয়ে বিরোধ চলছিল। গতকাল মঙ্গলবার রাতে নাছির উদ্দিন ধারালো দা নিয়ে রাগারাগি করলে স্থানীয় ইউপি সদস্যসহ প্রতিবেশীরা তাঁকে শান্ত করে বাড়িতে পাঠিয়ে দেয়। নাছির তাঁর বাড়িতে মা শামসুন্নাহারকে নিয়ে থাকতেন। সকালে ঘরের দরজা বন্ধ দেখে নাসিরকে ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পেয়ে পেকুয়া থানার খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে বৃদ্ধা শামসুন্নাহারের (৮৩) মরদেহ উদ্ধার করে।