রাজশাহী বিভাগের চরাঞ্চলের ঘরে ঘরে আলো ছড়াতে এবার সৌর বিদ্যুৎ স্থাপনের কাজ এগিয়ে চলেছে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) উদ্যোগে চরাঞ্চলের ছয় হাজার ২৪০ গ্রাহকের বাড়িতে সোলার হোম সিস্টেম চালু করা হচ্ছে। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৯৩ লাখ ২০ হাজার ৪৮০ টাকা।
গত সোমবার অনলাইনে যুক্ত হয়ে এই প্রকল্পের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। নেসকোর চেয়ারম্যান হুমায়ুন কবীর ও এমডি জাকিউল ইসলামসহ কর্মকর্তারা অনলাইনে যুক্ত থেকে প্রতিমন্ত্রীকে প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।