সারা দিন যত ঝড়ঝাপটা যাক না কেন, এক কাপ চা মুহূর্তেই চনমনে করে তুলতে পারে আপনাকে। আবার এই চা–পাতাই চঞ্চলতা এনে দিতে পারে শখের গাছে। গাছের যত্নে দারুণ কার্যকর দুটি পাতা, একটি কুঁড়ি থেকে তৈরি চা-পাতা। কৃষিবিদ মৃত্যুঞ্জয় রায় বলেন, ‘বাসায় বানানো চায়ের লিকার কিংবা চায়ের দোকান থেকে সংগ্রহ করা লিকার একটি পাত্রে জমিয়ে রাখলে দিন পনেরো পরে সেটি পচে জৈব সারে পরিণত হয়। এরপর সেটা গাছের গোড়ায় দেওয়ার উপযোগী হয়। মূলত টব বা ছাদবাগানের গাছের জন্য চায়ের লিকার হতে পারে পুষ্টিকর খাদ্য। গোলাপগাছের খুব প্রিয় খাবার এই লিকারের সার।’