জম্মু-কাশ্মীরে ফের এনকাউন্টার, খতম জইশ জঙ্গি

এইসময় (ভারত) প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৭

জম্মু-কাশ্মীরের বডগাম জেলায় রাতভর ধরে চলা সংঘর্ষে জইশ-ই-মহম্মদের এক জঙ্গি নিহত হয়েছে। দু'পক্ষের গুলির লড়াইয়ে এক সেনা আধিকারিকও জখম হয়েছেন। পুলিশ সূত্রে খবর, মধ্য কাশ্মীরের বডগাম জেলার চরার-ই-শরিফের নওয়াদ এলাকায় সোমবার সন্ধে থেকেই গুলির লড়াই শুরু হয়েছিল। রাতভর ধরে চলা এনকাউন্টারে জইশের এক জঙ্গি খতম হয়।

বিশেষ সূত্রে জঙ্গি উপস্থিতির খবর পেয়ে সোমবার সন্ধ্যায় সেনা, আধা সামরিক বাহিনী ও পুলিশের যৌথ একটি টিম চরার-ই-শরিফে গিয়েছিল অভিযান চালাতে। সেখানে তল্লাশির সময় গোপন ডেরা থেকে সুরক্ষা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছু়ড়তে থাকে জঙ্গিরা। জঙ্গি উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়ে, যৌথ বাহিনী গুলির জবাব গুলিতেই দেয়। রাতভর ধরে চলে সংঘর্ষ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us