আগের যেকোনো সময়ের চেয়ে দ্রুত হারে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। এরই মধ্যে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অনেক জায়গায় বিশেষত নিম্নাঞ্চলগুলোতে এর বড় প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ফিজির মানুষ ও পরিবেশের জন্য এটি বড় বিপর্যয় হয়ে দাঁড়িয়েছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সৃষ্ট উঁচু জোয়ারে জমি, ফসল এবং এমনকি পুরো গ্রাম সমুদ্রে চলে যাচ্ছে। সেই সঙ্গে ধ্বংসাত্মক ঝড় ও প্রবাল ব্লিচিং তো রয়েছেই।
অতি উষ্ণতায় টিস্যু থেকে শৈবাল মুক্ত হয়ে প্রবালগুলো শ্বেতবর্ণ ধারণ করাকেই বলে প্রবাল ব্লিচিং। এর ফলে এক পর্যায়ে প্রবাল ক্ষয় পেতে থাকে।
প্রশান্ত মহাসাগরের প্রায় ৩০০টি দ্বীপের সমন্বয়ে গঠিত দেশ ফিজি। দেশটির অনেকগুলো দ্বীপ ছোট ও নিম্নাঞ্চল এবং সেখানকার মানুষরা সমুদ্রের কাছাকাছি বসবাস করে। প্রবাল প্রাচীরের জন্য বিখ্যাত দেশটির লোকজন জীবিকা নির্বাহের জন্য কৃষিকাজ, মাছ শিকার ও পর্যটনের ওপর নির্ভরশীল। ঘন ঘন ধ্বংসাত্মক ঘূর্ণিঝড়, বন্যা, খরা ও প্রবাল ব্লিচসহ উষ্ণতা ও ক্রম প্রসারমান সমুদ্র সেখানে স্থানীয়দের জীবন জীবিকার ওপর বড় প্রভাব ফেলছে।