বিদ্যুৎ সংযোগের নামে ১০ লাখ টাকা চাঁদাবাজি! যুবলীগ নেতা গ্রেপ্তার
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৫
লক্ষ্মীপুরে সংযোগ পাইয়ে দেওয়ার নামে পল্লী বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে সেলিম মাঝি নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ৩৫০ পরিবারের কাছ থেকে তিনি প্রায় ১০ লাখ টাকা নিয়েছেন বলে জানা গেছে। সেলিম সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি।
আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে সেলিম মাঝিকে জেলা কারাগারে পাঠিয়েছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। এর আগে সোমবার সন্ধ্যায় র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের টহল দল অভিযান চালিয়ে সদর উপজেলার আন্ধার মানিক গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। পরে রাতেই বৈদ্যুতিক মিটার চাঁদাবাজি মামলায় সেলিমকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করে র্যাব।