কোন নারী স্বল্প পোশাক পরলেই তাকে জরিমানা করা হবে এমন এক একটি আইনের খসড়া নিয়ে কম্বোডিয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে। বিবিসি জানায়, জন-শৃঙ্খলাজনিত এই খসড়া আইনে নারীদের ‘খুব বেশি খাটো অথবা খুব বেশি খোলামেলা’ পোশাক পরার ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব রাখা হয়েছে। আইনটিতে পুরুষের খালি গায়ে থাকা নিষিদ্ধ করারও প্রস্তাব দেয়া হয়েছে।