অবিলম্বে শ্রমিকদের পাওনা মিটিয়ে দিতে হবে : জোনায়েদ সাকী
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২০, ১৪:২৬
অবিলম্বে শ্রমিকদের পাওনা মিটিয়ে দেয়ার দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শ্রমিকের বেতন নিয়ে টালবাহানা সহ্য করা হবে না। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ৮ মাসের বকেয়া বেতনের দাবিতে এ ওয়ান বিডি লিমিটেডের শ্রমিকদের অনশন কর্মসূচিতে সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন।