প্রতিটি বাড়িরই থাকে নিজস্ব ভাষা। আলাদা প্রকাশভঙ্গি। অন্দরের সাজেই ফুটে ওঠে বাড়ির বাসিন্দাদের রুচি। বাড়ি ছোট কিংবা বড়—গোছানো থাকলে দেখতে লাগে ছিমছাম। তবে বাড়ির আয়তন অনুযায়ী আসবাব বেছে নিলে ভালো। নীড় ছোট হলেও ক্ষতি নেই, যদি ভেতরের অংশে রাখা যায় খোলামেলা ভাব।