রাত পৌনে ১টার সময় ডিবির কার্যালয় থেকে নূরকে ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ছাত্র অধিকার পরিষদের নেতা মুহম্মদ রাশেদ খান।
এর আগে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা শেষে রাত পৌনে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূর ও তার সহযোগী সোহরাবকে পৌঁছে দিতে ডিবির গাড়িতে নিয়ে যাওয়া হয়।
সোমবার রাতে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘নূরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। তাকে অফিসিয়ালি ছেড়ে দেওয়া হয়েছে। যেহেতু সে অসুস্থ তাই চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছিল। অসুস্থতার কারণে তাকে পৌঁছে দেওয়ার জন্যে ডিবির গাড়িতে নিয়ে যাওয়া হয়।’