বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আজ (মঙ্গলবার) পালিত হবে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস-২০২০। দিবসটি উপলক্ষে বিভিন্ন সরকারি ও বেসরকারি ৬০টি সংস্থার যৌথ উদ্যোগে অনলাইন সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সোমবার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানানো হয়।
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উদযাপন জাতীয় কমিটির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উত্থাপন করেন ডিটিসিএর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান। উপস্থিত ছিলেন অতিরিক্ত নির্বাহী পরিচালক জাকির হোসেন মজুমদার, মিডিয়া কমিটির আহ্বায়ক সাংবাদিক নিখিল ভদ্র প্রমুখ।