বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেয়ার প্রবণতায় আজ দেশের পুঁজিবাজারের সূচকে বড় পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে দশমিক ১ দশমিক ৫১ শতাংশ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ।
আজ সোমবার দিনের লেনদেনের শুরুর কয়েক মিনিটে সূচক বাড়লেও বাকিটা সময় ছিল নিম্নমুখী। শেষ পর্যন্ত ৫ হাজার ১২ পয়েন্টে থেকে দিনের লেনদেন শেষ করেছে ডিএসইএক্স। বৃহস্পতিবার দিনশেষে সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ৮৯ পয়েন্টে। অর্থাৎ আজ সূচক কমেছে প্রায় ৭৭ পয়েন্ট বা ১ দশমিক ৫১ শতাংশ।