রবীন্দ্রনাথের 'তালগাছ' কবিতাটি শৈশবে পড়েননি, এমন বাঙালি খুঁজে পাওয়া কঠিন। কবি খান মহম্মদ মইনুদ্দিনও লিখেছিলেন তালগাছ নিয়ে কবিতা- 'ওই দেখা যায় তালগাছ/ ওই আমাদের গাঁ/ ওইখানেতে বাস করে/ কানাবগির ছা...। তালগাছ নিয়ে দুই কবির ছড়ায় যে বর্ণনা, বলতে গেলে চোখের সামনেই ভেসে ওঠে আমাদের গ্রামের তালগাছের ছবি।
কেননা, আমাদের গ্রামবাংলার সঙ্গে তালগাছও দৈনন্দিন যাপনের সঙ্গে সমানভাবে জুড়ে আছে। তালপাতার পুঁথি থেকে শুরু করে শিশুদের খেলনা, সিপাই বাঁশি, আবার বাড়ির ছাউনি থেকে বর্ষাতি, রস থেকে নানা সুস্বাদু পদ- গোটা গাছটাই কাজে লাগে মানুষের।