যতই পরিষ্কার করা হোক না কেনো কোথাও না কোথাও ধুলাবালি, জীবাণু থেকেই যায়।
গৃহস্থালীবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের আলোকে জানানো হল ঘরের সবচাইতে জীবাণুতে ভরা স্থানগুলো সম্পর্কে।
রিমোট কন্ট্রোল
২০১১ সালে ‘এনএসএফ ইন্টারন্যাশনাল’ নামক একটি সংস্থা মোট ২২টি পরিবারের বাড়িতে গিয়ে গবেষণা চালায়। এই গবেষণায় ঘরের বিভিন্ন রিমোটের মধ্যে ৫৫ শতাংশে পায় ছত্রাক, ১৪ শতাংশে ‘স্ট্যাফ’ এবং ৫ শতাংশে পায় ‘ই কোলি’-জাতীয় জীবাণু যার মানে হল ওই রিমোটগুলোতে মল দ্বারা সংক্রামিত।