টাইগারদের দায়িত্ব নিচ্ছেন না ম্যাকমিলান

দৈনিক আজাদী প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ১০:২৩

.tdi_2_036.td-a-rec-img{text-align:left}.tdi_2_036.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});দায়িত্ব নেওয়ার আগেই সরে দাঁড়িয়েছেন ক্রেইগ ম্যাকমিলান। টাইগারদের ব্যাটিং পরামর্শক হিসেবে ম্যাকমিলানকে নিশ্চিত করেছিল বিসিবি। শ্রীলংকা সফরের জন্য বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া নিউজিল্যান্ডের সাবেক এই ব্যাটসম্যান দায়িত্ব পালন করবেন না বলে জানিয়েছেন। বিসিবি শনিবার দুপুরে বিবৃতি দিয়ে জানিয়েছে, পারিবারিক কারণে এই দায়িত্ব নিতে পারছেন না ম্যাকমিলান। গত ২৫ আগস্টে শ্রীলংকা সফরের জন্য ব্যাটিং পরামর্শক হিসেবে ম্যাকমিলানের নাম জানিয়েছিল বিসিবি। এখন তার পারিবারিক বাস্তবতা অনুধাবন করতে পারছে বিসিবি, বললেন প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। ‘ক্রেইগ আমাদেরকে জানিয়েছে যে তার বাবা সমপ্রতি মারা গেছেন এবং এই দুঃখের সময়ে সামনের সফরে জাতীয় দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হবে না। আমরা তার অবস্থা পুরোপুরি বুঝতে পারছি। এই কঠিন সময়ে ক্রেইগ ও তার পরিবারের জন্য আমাদের সহানুভূতি থাকছে।’ আপাতত কোনো ব্যাটিং কোচ নেই বাংলাদেশ দলের। তবে শনিবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানান নতুন ব্যাটিং পরামর্শকের জন্য কোনো তাড়াহুড়ো করবে না বিসিবি। বলেন ‘এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। তার বিকল্প দেখতে হবে, আমাদের চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় দলের জন্য একজন ব্যাটিং পরামর্শক নিয়োগ দেওয়া যায়।’.tdi_3_997.td-a-rec-img{text-align:left}.tdi_3_997.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us