মায়ের সাথে অভিমান করে রাবার শ্রমিকের আত্মহত্যা

দৈনিক আজাদী প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৮

.tdi_2_672.td-a-rec-img{text-align:left}.tdi_2_672.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সাকিবুল ইসলাম (১৭) নামের এক রাবার শ্রমিক মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পুনর্বাসন পাড়া এলাকার নিজ বাড়িতে সাকিবুল আত্মহত্যা করে। তার পিতার নাম মো. সেলিম জমাদ্দার। সে পেশায় একজন রাবার শ্রমিক। স্থানীয়রা জানিয়েছেন, পার্শ্ববর্তী একটি বিয়ে বাড়িতে লোকজনের সামনে সাকিবকে টাকার বিষয়ে বকাঝকা করে তার মা মমতাজ বেগম। হয়ত এ কারণে মায়ের সাথে অভিমান করে সে আত্মহত্যা করে থাকতে পারে। সাকিবের পিতা মো. সেলিম জমাদ্দার জানান, বাড়ির বিমের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছেলেকে উদ্ধার করে তার মা। পরে বাইশারী বাজারস্থ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে বাইশারী ইউপি চেয়ারম্যান মো. আলম বলেন, আত্মহত্যার বিষয়টি শুনেছি। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে। বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. এনামুল হক ভূঁইয়া বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।.tdi_3_655.td-a-rec-img{text-align:left}.tdi_3_655.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us