দুই কেজির ইলিশ কখন তিন কেজি হয়

দৈনিক আজাদী প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৯

.tdi_2_bdd.td-a-rec-img{text-align:left}.tdi_2_bdd.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});দুই কেজি ওজনের ইলিশকে তিন কেজি বলে বিক্রি করায় নগরীতে এক মাছ বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নগরীর পাহাড়তলী বাজারে শাহীন সওদাগর নামে এক মাছ বিক্রেতাকে জরিমানাসহ সতর্ক করা হয়। গতকাল শনিবার এবিপিএন-৯ এর সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকির এই অভিযান পরিচালনা করা হয়। তদারকি অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ্‌ ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান। মুহাম্মদ হাসানুজ্জামান জানান, বাজার করতে আসা একজন ক্রেতাকে ৩ কেজি বলে ২ কেজি ইলিশ মাছ গছিয়ে দেন বিক্রেতা। কারচুপির মাধ্যমে ১ কেজি মাছ কম দেওয়ায় শাহীন সওদাগরকে ১০ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়। তিনি জানান, পাহাড়তলী বাজারের পাইকারি ও খুচরা পেঁয়াজ বিক্রেতাদের মূল্য তালিকা ও পেঁয়াজ ক্রয় রশিদ পর্যবেক্ষণ করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় শাহীন স্টোরকে ২ হাজার টাকা, ফারুক স্টোরকে ৩ হাজার টাকা, ঝুমুর স্টোরকে ২ হাজার টাকা এবং এলাহী ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানাসহ নিত্যপণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে সতর্ক করা হয়। এছাড়া ইনতু স্টোরকে অননুমোদিত রং রাখায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ধ্বংস করা হয়। জনস্বার্থে অধিদপ্তরের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।.tdi_3_336.td-a-rec-img{text-align:left}.tdi_3_336.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us