চীনের হয়ে চরবৃত্তির অভিযোগে ভারতে সাংবাদিক গ্রেফতার
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ২০:৪২
চীনের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে দেশের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ‘সংবেদনশীল তথ্য’ পাচার করার অভিযোগে ভারতে রাজীব শর্মা নামে ৬১ বছর বয়সী এক ফ্রিল্যান্স সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। শনিবার দেশটির রাজধানী শহর দিল্লি পুলিশ তাকে গ্রেফতারের কথা জানায়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী শনিবার দিল্লি পুলিশ এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, রাজীব শর্মা নামের ষাটোর্ধ্ব ওই সাংবাদিককে গত সপ্তাহে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় পুলিশ কর্মকর্তারা তার বাসভবন থেকে কিছু গুরুত্বপূর্ণ নথি জব্দ করেছে, যেগুলো ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট।