কথা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, রোববার থেকে টিকটকের লাগাম ধরছেন তিনি। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ওই দিন থেকে সামাজিক ভিডিও অ্যাপটির প্রবেশাধিকার নিষিদ্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রে।
কিন্তু তা কী আদৌ করা সম্ভব? মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন বলছে, রোববার ও সোমবারের মধ্যবর্তী সময়েই যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোর থেকে গায়েব হয়ে যাবে টিকটক। অ্যাপল, গুগল এবং অন্যান্য অ্যাপ স্টোর পরিচালকদের সে রকমই নির্দেশ দেওয়া হয়েছে।
ফলে নতুন করে কোনো আগ্রহী ব্যক্তি টিকটক নামাতে পারবেন না, মিলবে না নতুন নিরাপত্তা প্যাচ এবং অন্যান্য আপডেট। শুক্রবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় ঘোষিত নিষেধাজ্ঞায় এভাবেই অ্যাপটির বিতরণ সীমিত করার কথা বলা হয়েছে।