ক্রিকেট মাঠে উদযাপনের জন্য অনেক ক্রিকেটার 'বিখ্যাত' হয়ে যান। তাদের অন্যতম উইন্ডিজের শেলডন কটরেল। বোলিং দিয়ে যতটা, শেলডন কটরেল সম্ভবত তার চেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছেন তার বিখ্যাত 'স্যালুট' এর মাধ্যমে। উইকেট পেলেই সামরিক কায়দায় খানিকটা মার্চপাস্ট করে ঠুকে দেন স্যালুট! আজ থেকে শুরু হতে চলা আইপিএলেও দেখা যাবে কটরেলের সেই স্যালুট। অনেকবার সেই উদযাপন করে নিজের প্রথম আইপিএল স্মরণীয় করে রাখতে চান এই ক্যারিবীয়।
৩১ বছর বয়সী এই বাঁহাতি পেসারের স্যালুট দেওয়ার কারণ ইতোমধ্যেই সবাই জানেন। তিনি একজন পেশাদার সৈনিক। যে কারণে সহকর্মীদের সম্মান জানাতে তিনি স্যালুট দেন। আইপিএল শুরুর আগে তিনি আবারও বলেছেন, 'আমি একজন পেশাদার সৈনিক, আমার এই উদযাপন জ্যামাইকার ডিফেন্স ফোর্সের প্রতি সম্মান। আশা করি, সামনের কয়েক সপ্তাহে এই স্যালুট উদযাপন অনেকবার দেখাতে পারব।'