ষষ্ঠবারের মতো নিয়োগ পেতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাতে নিজেই সব আয়োজন করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান। এজন্য আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে তড়িঘড়ি করে অনলাইনে সভাও ডাকা হয়েছে। অথচ ওয়াসা’র এমডি নিয়োগ দিতে হলে তার জন্য বোর্ড সভার আলোচনা করে সিদ্ধান্ত নিতে হয়। এ অবস্থায় স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্র মালিকানাধীন কোনও প্রতিষ্ঠানের কোনও নিয়োগে কাউকে কেন্দ্র করে এভাবে সভা ডাকতে পারে না কেউ।
এর আগে গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা ওয়াসা’র সচিব প্রকৌশলী শারমিন হক আমীরের সই করা এক নোটিশে বলা হয়, ‘ঢাকা ওয়াসা বোর্ডের ৯৭তম বিশেষ সভা (অনলাইন মিটিং) আগামী ১৯ সেপ্টেম্বর ২০২০ তারিখ রোজ শনিবার বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। এ সভায় বোর্ডের সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে।’
সভার একমাত্র আলোচ্যসূচিতে বলা হয়েছে, ‘ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানকে তিন বছরের জন্য নিয়োগের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করা হয়েছে।’