ভোলায় ঋণের কিস্তির টাকার জন্য জামিনদারের বাড়িতে হামলা ও তার পরিবারের লোকজনের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে ‘গ্রামীণ জনউন্নয়ন সংস্থা’ নামে এক বেসরকারি সংস্থার বিরুদ্ধে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মদন মোহন ঠাকুর জিউ মন্দিরের সাধারণ সম্পাদক ও কলেজ শিক্ষক বিপ্লব কুমার পাল।
এ ঘটনার নিন্দা জানিয়েছেন, নাগরিক কমিটি, ডিফেন্ডার মানবাধিকার সংস্থা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতারা। লিখিত বক্তব্যে বিপ্লব কুমার পাল অভিযোগ করেন, ভোলা শহরের সুতাট্টির মুদি দোকানদার নিতাই পোদ্দার গ্রামীণ জনউন্নয়ন সংস্থা থেকে ৩ লাখ টাকার ঋণ নেন। ওই ঋণের একজন জামিনদার হন বিপ্লব।