মুক্তিযোদ্ধা ভাতা ভোগকারী সেই হিরুকে ডেকেছে জামুকা
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৫:২৪
টাঙ্গাইলের মির্জাপুরে মুক্তিযোদ্ধা না হয়েও ভাতাসহ সব ধরনের সরকারি সুবিধা ভোগকারী সেই আলমগীর হোসেন হিরুর বিরুদ্ধে তার আপন ভাইদের করা অভিযোগ তদন্ত করবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। আগামী ২৯ সেপ্টেম্বর সকাল ১০টায় জামুকা কার্যালয়ে এ অভিযোগের সত্যতা যাচাই করবে জামুকার চেয়ারম্যান। এজন্য জামুকার সহকারী পরিচালক প্রশাসন-২ স্বাক্ষরিত একটি পত্র দেওয়া হয়েছে।
জানা গেছে, মির্জাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বাওয়ার কুমারজানী গ্রামের বাসিন্দা প্রয়াত হাকিম উদ্দিনের চার ছেলের মধ্যে আলমগীর হোসেন হিরু মহান স্বাধীনতা যুদ্ধে সশস্র সংগ্রামে অংশ নিয়েছেন বলে দাবি করেন। তবে তিনি যুদ্ধে অংশ নিয়েছিলে কিনা তা জানেন না তার বড় তিন সহোদর ভাইসহ পরিবারের সদস্যরা। এছাড়া তিনি যে একজন মুক্তিযোদ্ধা তা জানেন না উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের তিন বারের নির্বাচিত সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাসসহ গ্রামবাসীও।