শিশুদের বিজ্ঞাপনের বাইরে চান ব্রিটিশ নাগরিক ও জনপ্রতিনিধিরা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৫:২০

এক খোলা চিঠিতে ১৮ বছরের কম বয়সীদেরকে বিজ্ঞাপনের আওতার বাইরে রাখতে বলছেন এক দল বি্রিটশ নাগরিক ও জনপ্রতিনিধি। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্যে লেখা ওই খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন যুক্তরাজ্যের এমপি, শিক্ষাবিদ ও শিশু-অধিকার সমর্থকরা।

চিঠিতে লেখা, আচরণগত বিজ্ঞাপন শুধু গোপনতাকে দুর্বল করে না, “সহজে প্রভাবিত হতে পারেন” এমন স্বল্প বয়সীদেরকেও অন্যায্য বাজার চাপের মুখে ফেলে। বিবিসি জানিয়েছে, গুগল, অ্যামাজন, অ্যাপল, ফেইসবুক এবং মাইক্রোসফটের উদ্দেশ্যে লেখা হয়েছে চিঠিটি।

সবমিলিয়ে ২৩ জন এমপি স্বাক্ষর করেছেন ‘ফ্রেন্ডস অফ দ্য আর্থ’ বা ‘পৃথিবীর বন্ধুগণ’ শিরোনামের চিঠিটিতে। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন এমপি ক্যারোলাইন লুকাস ও ক্লিনিকাল মনোবিজ্ঞানী ড. এলি হ্যানসন। পুরো পদক্ষেপটি সমন্বয় করেছে ‘গ্লোবাল অ্যাকশন প্ল্যান’।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us