সিরিয়া যুদ্ধ: রুশ বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর সেনা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৪:০২
সিরিয়ায় রুশ বাহিনীর সঙ্গে একাধিকবার যুদ্ধে জড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্র দেশটিতে বাড়তি সেনা মোতায়েন করেছে।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার বিবিসি জানায়, সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্র বাড়তি ছয়টি অস্ত্র সজ্জিত ট্যাংক এবং শতাধিক সেনা পাঠিয়েছে।
গৃহযুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে মার্কিন এবং রুশ বাহিনী নিয়মিত টহল দেয়। এ বছর দুই বাহিনী বেশ কয়েকবার মুখোমুখি হওয়ায় ওই অঞ্চলে উত্তেজনা বেড়েছে।