ঢাবিতে মাস্টারপ্ল্যান প্রণয়ন, থাকবে না আবাসন সমস্যা

প্রথম আলো প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ১১:১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হয়েছে। মাস্টারপ্ল্যানে শিক্ষার্থীদের আবাসিক চাহিদা মেটানো সম্ভব হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের সভায় এই মাস্টারপ্ল্যান অনুমোদন করা হয়।


গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাস্টারপ্ল্যান প্রণয়নকারী প্রতিষ্ঠান বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞসহ সংশ্লিষ্টদের মতামত ও পরামর্শ গ্রহণ করে এই মাস্টারপ্ল্যান প্রণয়ন করে।

অনুমোদিত এই মাস্টারপ্ল্যান শিগগিরই সরকারের কাছে উপস্থাপন করা হবে। এই মাস্টারপ্ল্যানে পরিকল্পিত এবং বিজ্ঞানসম্মত আধুনিক ও নান্দনিক ক্যাম্পাস তৈরির সুস্পষ্ট নির্দেশনা ও প্রস্তাবনা রয়েছে। এতে ক্যাম্পাসকে যুগোপযোগী করাসহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us