পাবনায় কৃষকের ঘরে পেঁয়াজ মজুদ, বাজারে দাম বেশি

আরটিভি প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৬

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার খবরে সারা দেশের ন্যায় পেঁয়াজের রাজধানী হিসেবে খ্যাত পাবনাতেও পেঁয়াজের দাম বেড়ে গেছে। পাবনায় পেঁয়াজ ২৬০০শ’ টাকা থেকে ২৭০০শ’ টাকা মণ দরে বিক্রি হয়েছে। তবে প্রশাসনের ব্যাপক মনিটরিংয়ের ফলে আজ শনিবার পেঁয়াজের বাজার কিছুটা কমেছে। পাবনার বিভিন্ন উপজেলায় এখনো প্রায় ৮০ হাজার মেট্রিক টন পেঁয়াজ কৃষকদের ঘরে মজুদ রয়েছে। তবে সরকারিভাবে পেঁয়াজ মজুদের কোনও ব্যবস্থা নেই।

পাবনা জেলা কৃষি বিভাগ সূত্র জানায়, এ বছর পাবনায় উৎপাদন হয়েরছ ৬ লাখ ৪৫ হাজার ৫৮০ টন। উৎপাদনের লক্ষ্যমাত্র ছিল ৫ লাখ ৯৩ হাজার ৩২৩ মেট্রিক টন। লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন বেশি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি সুজানগর উপজেলায় দুই লাখ ৩৭ হাজার ৩৪০ মেট্রিক টন এবং সাঁথিয়া উপজেলায় দুই লাখ ১০ হাজার ৮০ মেট্রিকটন উৎপাদন হয়েছে। এখনও কৃষকদের ঘরে ৭০ থেকে ৮০ হাজার মেট্রিক টন পেঁয়াজ মজুদ রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us