ইরান বলেছে, সৌদি আরব যে গোপন পরমাণ কর্মসূচি পরিচালনা করছে তার উদ্দেশ্য ইসরায়েলের মতো পরমাণু অস্ত্রভাণ্ডার গড়ে তোলা। সৌদি আরবকে পরমাণু অস্ত্রবিস্তার রোধ চুক্তি বা এনপিটি’তে স্বাক্ষর করতে বাধ্য করার জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র প্রতিও আহ্বান জানিয়েছে তেহরান।
আইএইএ’তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাবাদি শুক্রবার ওই সংস্থার নির্বাহী পরিষদের বৈঠকে এ আহ্বান জানান।তিনি বলেন, আইএইএ সৌদি আরবের গোপন পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করলেও বৃহৎ শক্তিগুলোর মদতে রিয়াদ সে অনুরোধ উপেক্ষা করে যাচ্ছে।