টটেনহ্যামকে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলানোর পরের মৌসুমেই চাকরিচ্যুত হয়েছেন মাউরিসিও পচেত্তিনো। এখনও নতুন দল খুঁজে পাননি। মধ্যে অবশ্য বার্সার কোচ হওয়ার গুঞ্জন ছিল তার। কিন্তু কোম্যানকে দলের দায়িত্ব দিয়েছে বার্সা। পচেত্তিনো অবশ্য জানিয়েছেন, বার্সা থেকে কোন প্রস্তাব পাননি তিনি। আর বার্সা নয় লা লিগার রিয়ালকে কোচিং করানো তার স্বপ্ন।
আর্জেন্টাইন কোচ পচেত্তিনো স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কাকে বলেছেন, ‘বার্সেলোনা আমাকে কোন প্রস্তাব দেয়নি। আর আমিও নিজেকে বার্সা প্রেসিডেন্ট বার্তামেউয়ের সঙ্গে দেখি না। তবে রামোন প্লানেসের (বার্সার স্পোটিং ডিরেক্টর) সঙ্গে বসে রাতের খাবার খেয়েছি। তার সঙ্গে আমার ভালো সম্পর্ক।’
পচেত্তিনো ইউরোপের ক্লাব ফুটবলের বড় কোচদের কাতারে নিয়ে গেছেন নিজেকে। কোন দলের দায়িত্বে না থাকলেও সাবেক আর্জেন্টাইন ডিফেন্ডারের তাই জুভেন্টাস, পিএসজি, ইন্টার মিলানের মতো দলের কোচ হওয়ার গুঞ্জন শোনা গেছে। তবে পচেত্তিনো তাদের কারও থেকে প্রস্তাব পাননি বলে উল্লেখ করেছেন। তবে বেনফিকা এবং মোনানের প্রস্তাব ছিল তার হাতে।