পাকুন্দিয়ায় পিছিয়ে পড়া শিক্ষার্থীরা পেলো উপকরণ

মানবজমিন প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একশ শিক্ষার্থী ও কয়েকটি সংগঠনের মাঝে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থী ও সংগঠকদের হাতে এসব উপকরণ তুলে দেন। উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. হারুন-অর-রশীদ জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের সভাপতি দিলিপ রবিদাস, উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী মো.রিয়াজ উদ্দিন ও বিশিষ্ট ব্যবসায়ী জুটন মোদকসহ স্থানীয় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us