১৫ সেপ্টেম্বর নতুন ওয়াচের মডেল উদ্বোধন করল অ্যাপল। মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটির পণ্যের মান ভালো বলে দামও ‘খারাপ নয়’। ফলে বেশিরভাগ মানুষের বেলায়ই ‘অ্যাপলের পণ্য কিনে হোন ধন্য’ হওয়ার উপায় থাকে না। ‘অ্যাপল’ ওই গাছেই ঝুলে থাকে। তবে বাজারে পেঁয়াজের দাম যেভাবে বাড়ছে, তাতে করে অ্যাপলের পণ্য ওর কাছে নস্যি। কোনো এক সুন্দর সকালে হয়তো দেখা যাবে, পেঁয়াজের চেয়ে আইফোন সস্তা। এমন পরিস্থিতি বাস্তবে আদৌ দেখা যাবে কি না জানা নেই।