বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সাম্প্রতিক উষ্ণ সম্পর্ক যে বার্তা দিচ্ছে
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৭
তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান আগামী বছরের গোড়ার দিকে ঢাকা সফর করবেন বলে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান। যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে ২০১২ সালের পর আঙ্কারা-ঢাকা সম্পর্ক হঠাৎ করেই শীতল হয়ে পড়েছিল। কিন্তু সম্পর্ক সম্প্রতি উষ্ণ হয়েছে। নতুন ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এর গুরুত্ব কী? বিশ্লেষণ করেছেন বিবিসি বাংলার আকবর হোসেন।
মাত্র চার বছর আগের কথা, যখন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান শেখ হাসিনার সরকারের উপর ভীষণ অসন্তুষ্ট হয়েছিলেন।