জুনেই খুলছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৯

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের দ্বিতীয় অংশ তেঘরিয়া থেকে বাবুবাজার। আগামী বছরের জুনের মধ্যে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হচ্ছে। এ অংশের দৈর্ঘ্য ৩ কিলোমিটার। তাতে রাজধানীর দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা হবে আরো সহজ।
খোঁজ নিয়ে জানা গেছে, আড়াই কিলোমিটারই হবে এলিভেটেড (উড়াল)। এরমধ্যে এলিভেটেড অংশের কাজ প্রায় শতভাগ সম্পন্ন। বাকি অংশ সমতলভূমিতে। এ অংশের কাজও প্রায় শেষ পর্যায়ে। এর আগে মার্চে খুলে দেয়া হয়েছে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মূল অংশ ৫৫ কিলোমিটার।

সরেজমিন ঘুরে দেখা গেছে, এক্সপ্রেসওয়ের এ অংশ খুলে দেয়া হলে বাবুবাজার, নয়াবাজার, বসিলা, মোহাম্মদপুর ও কেরানীগঞ্জের এক অংশের বাসিন্দাদের সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরো সহজ হবে। তারা এর সুবিধা নিয়ে স্বল্পসময়ে দক্ষিণাঞ্চলে যাতায়াত করতে পারবেন। একইভাবে দক্ষিণাঞ্চলের মানুষের ঢাকার সঙ্গে যোগাযোগ অত্যন্ত সহজ হবে। এরইমধ্যে এক্সপ্রেসওয়ের সুবিধা ভোগ করছেন রাজধানীবাসী ও দক্ষিণাঞ্চলের মানুষ। কমেছে যাতায়াত ব্যয় ও ফুয়েল খরচ। কমেছে দুর্ঘটনার আশঙ্কা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us