ইরান ইস্যুতে অস্ত্র নির্মাণ কোম্পানিগুলোকে কঠিন হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৭

যুক্তরাষ্ট্র ২০১৯ সাল থেকে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও চলতি বছর ১৮ অক্টোবর নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব অনুযায়ী নিষেধাজ্ঞা অবসানের কথা রয়েছে। ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়েও যুক্তরাষ্ট্র ইরানবিরোধী নিষেধাজ্ঞা নবায়নে এখন পর্যন্ত ব্যর্থ হওয়ার পর হুমকি দিয়েছে তেহরানের সঙ্গে যারাই অস্ত্র ব্যবসা করবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। খবর পার্সটুডের।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে গতকাল জানানো হয়েছে আন্তর্জাতিক যেকোন অস্ত্র নির্মাণ কোম্পানি যদি ইরানের সঙ্গে অস্ত্র ব্যবসা শুরু করে তাহলে ওয়াশিংটন ওইসব কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করবে। ইরান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি অ্যলিউত অব্রামায এ ব্যাপারে বলেছেন, ইরানবিরোধী অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে আন্তর্জাতিক যে কোন অস্ত্র কোম্পানি যদি ইরানের সঙ্গে সহযোগিতার পদক্ষেপ নেয় তাহলে তারা মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়বে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us